বছরের শেষে চলছে ৪ সিনেমার শুটিং

সিনেমা শিল্পের জন্য এ বছরটি ছিল খুবই হতাশার। বিশেষ করে, করোনা মহামারি অব্যাহত থাকায় সিনেমা হল খুলে দেওয়ার পরও তেমন সংখ্যক দর্শক হলে আসেননি। তারপরও নতুন নতুন সিনেমা নির্মিত হচ্ছে নতুন আশা ও স্বপ্ন নিয়ে।
Sphulinga
সম্প্রতি ঢাকায় তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

সিনেমা শিল্পের জন্য এ বছরটি ছিল খুবই হতাশার। বিশেষ করে, করোনা মহামারি অব্যাহত থাকায় সিনেমা হল খুলে দেওয়ার পরও তেমন সংখ্যক দর্শক হলে আসেননি। তারপরও নতুন নতুন সিনেমা নির্মিত হচ্ছে নতুন আশা ও স্বপ্ন নিয়ে।

চলতি বছরের শেষ মাসে চলছে চারটি নতুন সিনেমার শুটিং। সংশ্লিষ্টরা আশা করছেন, ‘কোনো একদিন সিনেমার সুদিন ফিরে আসতেও পারে।’

নতুন চারটি সিনেমার একটি হচ্ছে ‘দামাল’। প্রচণ্ড শীতের মধ্যে দেশের উত্তরাঞ্চলে নীলফামারি জেলার সৈয়দপুরে চলছে সিনেমাটির শুটিং। বিদ্যা সিনহা মিম টানা শুটিং করে ঢাকায় ফিরেছেন। নায়ক সিয়াম আহমেদ এখনো সৈয়দপুরে শুটিং করছেন।

দ্য ডেইলি স্টারকে সিয়াম বলেছেন, ‘এখানে প্রচণ্ড শীত। তারপরও কাজটি করছি যথেষ্ঠ ভালোবাসা ও দরদ দিয়ে। কাজটাই আমার কাছে সব।’

‘দামাল’ পরিচালনা করছেন রায়হান রাফী।

আরেকটি নতুন সিনেমার নাম ‘স্ফুলিঙ্গ’। এটি পরিচালনা করছেন তৌকীর আহমেদ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে নিমিত হচ্ছে সিনেমাটি। এর শুটিং চলছে ঢাকায়।

‘স্ফুলিঙ্গ’-তে অভিনয় করছেন মামুনুর রশীদ, মম, রওনক হাসান, পরীমনি প্রমুখ।

মামুনুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘একটা আক্ষেপ ছিল তৌকীর আমাকে কেন তার সিনেমায় অভিনয় করার জন্য ডাকে না? এবার সেই আক্ষেপ ঘুচল। তার সঙ্গে কাজ করছি।’

এছাড়াও, ‘বিনিময়’ ও ‘মুক্তি’ নামে আরও দুটি নতুন সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে চলতি সপ্তাহে।

সম্প্রতি, অনুষ্ঠিত হয়েছে ‘মুক্তি’র মহরত। এটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী।

‘মুক্তি’-তে অভিনয় করছেন রাজ রীপা নামে এক নতুন অভিনেত্রী। সিনেমাটিতে থাকছেন একাধিক নায়ক। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন, আমান রেজা, কায়েস আরজু প্রমুখ ‘মুক্তি’তে অভিনয় করছেন।

‘বিনিময়’-এ জুটি হয়ে থাকছেন বাপ্পী ও অধরা খান। এটি পরিচালনা করবেন অপূর্ব রানা।

বাপ্পী দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘বছর শেষ হচ্ছে নতুন সিনেমা দিয়ে। বিষয়টি আমার কাছে অনেক আনন্দের।’

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

10m ago