১০ বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান

দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের চলে যাওয়ার এক বছর আজ। ২০১৯ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন এই বরেণ্য চিত্রগ্রাহক।
Mahfujur Rahman Khan
প্রয়াত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। ছবি: সংগৃহীত

দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের চলে যাওয়ার এক বছর আজ। ২০১৯ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন এই বরেণ্য চিত্রগ্রাহক।

মাহফুজুর রহমান খানের স্মৃতিচারণ করে অভিনেত্রী সুচন্দা দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'তাকে চিনতাম অনেক বছর ধরে। এমন গুণী আর বিনয়ী মানুষ চলচ্চিত্রে আর আসবেন কিনা জানি না। তিনি ক্যামেরাকে কতোটা ভালোবাসতেন সেটা বোঝাতে পারবো না। কাজের প্রতি এতোটা মনোযোগ আর কারো মধ্যে দেখিনি।’

পেশাদার চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান খান ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ শুরু করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ূন আহমেদ ও শিবলি সাদিকের মতো স্বনামধন্য চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন।

বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় সব চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন তিনি।

মাহফুজুর রহমান খানের চিত্রগ্রহণে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে: ‘আমার জন্মভূমি’, ‘অভিযান’, ‘মহানায়ক’, ‘চাঁপা ডাঙ্গার বউ’, ‘ঢাকা ৮৬’, ‘অন্তরে অন্তরে’, ‘পোকা মাকড়ের ঘর বসতি’, ‘আনন্দ অশ্রু’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘নন্দিত নরকে’, ‘হাজার বছর ধরে’ ও ‘বৃত্তের বাইরে’।

Comments

The Daily Star  | English
Gold price makes new record

Gold price hits new record again

Jewellers are selling each bhori of gold at Tk 119,637 from 7pm today

16m ago