কাজে যোগ না দিলে কারখানা বন্ধ করে দেওয়া হবে: বিজিএমইএ

আগামীকালের (১৪ জানুয়ারি) মধ্যে কাজে যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্যে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বিজিএমইএ।
বিজিএমইএ-এর জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সংস্থাটির সভাপতি সিদ্দিকুর রহমান। ছবি: মোহাম্মদ রাফায়েত উল্লাহ মৃর্ধা

আগামীকালের (১৪ জানুয়ারি) মধ্যে কাজে যোগ না দিলে অনির্দিষ্টকালের জন্যে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বিজিএমইএ।

আজ রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এই হুশিয়ারি দেওয়া হয়।

নতুন বেতন কাঠামোর দাবিতে রাজধানী ও এর আশেপাশের এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে এই জরুরি সংবাদ সম্মেলন ডাকা হলে এতে বক্তব্য রাখেন সংস্থাটির সভাপতি সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী বিজিএমইএ এই ব্যবস্থা নিবে। সেসময় তিনি কারখানার লোকসানসহ বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

Comments