পেঁয়াজের দাম আরও ১ মাস বেশি থাকবে: বাণিজ্য সচিব

আগামী এক মাস পেঁয়াজের দাম বেশি থাকবে বলে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন। দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত এ বাড়তি দাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
ফাইল ছবি

আগামী এক মাস পেঁয়াজের দাম বেশি থাকবে বলে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন। দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত এ বাড়তি দাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা। গত মাসেও এই দাম ছিল ৪০ টাকা।

আজ সোমবার সচিবালয়ে ৪টি প্রধান নিত্য পণ্যের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব জানান, অধিক বৃষ্টিপাতের কারণে ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে।

এ সময়, পেঁয়াজ ছাড়াও ভোজ্য তেল, চিনি ও মসুরের ডাল সরবরাহ, চাহিদা ও দাম নিয়ে তারা আলোচনা করেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী এতে ভার্চুয়ালি অংশ নেন।

তবে, দেশে পর্যাপ্ত পেঁয়াজের মজুত আছে বলে দাবি করেন বাণিজ্য সচিব।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি পাঠিয়েছে যেন বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়।

বাজারে বর্তমানে চিনির দামও বাড়তি। তবে, বাণিজ্যমন্ত্রী ও সচিব উভয়েই দাবি করেন যে সরকার ব্যবস্থা নেওয়ায় শিগগির চিনির দাম কমতে পারে।

Comments

The Daily Star  | English

Freedom declines, prosperity rises in Bangladesh

Bangladesh’s ranking of 141 out of 164 on the Freedom Index places it within the "mostly unfree" category

1h ago