করোনাভাইরাস

‘৩-৪ দিনের মধ্যে শাহজালালে আরটি পিসিআর ল্যাব বসানো হবে’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষায় আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে আরটি পিসিআর ল্যাবরেটরি বসানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষায় আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে আরটি পিসিআর ল্যাবরেটরি বসানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ শনিবার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন বিকেলে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বিমানবন্দরে ল্যাবরেটরি বসানোর জায়গা পরিদর্শন করেন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মফিদুর রহমান আশ্বস্ত করেছেন— আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে আরটি পিসিআর ল্যাবরেটরি স্থাপন ও পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানিয়েছেন, ল্যাবরেটরি স্থাপনের জন্য নির্বাচিত একটি ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত স্থানে মোবাইল ল্যাবরেটরি স্থাপন করে শিগগির করোনা পরীক্ষা শুরু করবে।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

2h ago