করোনাভাইরাস

২৪ ঘণ্টায় শনাক্ত ২৮.০২ শতাংশ, মৃত্যু আরও ১৭

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮ দশমিক ০২ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৪ হাজার ৩১১টি নমুনা পরীক্ষায় ৯ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ১১ জন ঢাকার, ২ জন চট্টগ্রামের, ২ জন খুলনার, ১ জন বরিশালের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৪৯ শতাংশ। গতকাল ১১ হাজার ৪৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে করোনায় মারা গেছেন ২৮ হাজার ২০৯ জন।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

58m ago