২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ৩২.৩৭ শতাংশ, মৃত্যু আরও ১৫

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশে আরও ১৪ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩৭ শতাংশে। 
করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে দেশে আরও ১৪ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৩৭ শতাংশে। 

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষায় ১৪ হাজার ৮২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ৬ জন ঢাকার, ১ জন চট্টগ্রামের, ২ জন সিলেটের, ১ জন খুলনার, ১ জন বরিশালের, ১ জন রাজশাহীর ও ৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

এর আগের ২৪ ঘণ্টায় দেশে ১৪ জনের মৃত্যু এবং নতুন করে ১০ হাজার ৯০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২৯ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৯৯ হাজার ৯৯৮ জনের করোনা শনাক্ত হলো। এ ছাড়া মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ হাজার ২৩৮ জন।

Comments

The Daily Star  | English
Bangladesh's forex reserves

Forex reserves fall by half a billion in a week

It hit $19.45 billion on March 27, down from $19.98 billion on March 20

2h ago