সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, শনাক্ত ৪০.৪৯ শতাংশ

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করে ৬৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ।
Coronavirus.jpg
ছবি: সংগৃহীত

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করে ৬৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ৪৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানিয়েছেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, করোনায় মারা যাওয়া ১২ জনের মধ্যে আট জন সিলেটের বাসিন্দা। এ ছাড়া, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুই জন এবং একজন করে মৌলভীবাজার ও সুনামগঞ্জের দুই জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেটের ৯০৩টি নমুনা পরীক্ষা করে ৩৮৬ জন, সুনামগঞ্জের ৩৯৬টি নমুনা পরীক্ষা করে ১৩০ জন, হবিগঞ্জের ১৩২টি নমুনা পরীক্ষা করে ৫৩ জন ও মৌলভীবাজারের ১৯৯টি নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় সিলেটে করোনা শনাক্তের হার ৪২ দশমিক ৭৫ শতাংশ, সুনামগঞ্জের ৩২ দশমিক ৮৩ শতাংশ, হবিগঞ্জের ৪০ দশমিক ১৫ শতাংশ ও মৌলভীবাজারের ৪৫ দশমিক ৭৩ শতাংশ। আজ সকাল পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ৩৮৯ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে সিলেটের ২৫৯ জন, সুনামগঞ্জের ৬৭ জন, হবিগঞ্জের ২৯ জন ও মৌলভীবাজারের ৩৪ জন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৮ হাজার ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯০৭ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Comments

The Daily Star  | English

Trade at centre stage between Dhaka, Doha

Looking to diversify trade and investments in a changed geopolitical atmosphere, Qatar and Bangladesh yesterday signed 10 deals, including agreements on cooperation on ports, and overseas employment and welfare.

4h ago