রোগ

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৮৯ রোগী

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে প্রথমবারের মতো ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ছাড়াল। 
স্টার ফাইল ফটো

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে প্রথমবারের মতো ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ছাড়াল। 

চলতি বছরে দেশে ১৬ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৮৯ জনের মধ্যে ২৫ জন ঢাকার বাইরে এবং বাকি ১৬৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৮ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮২৭ জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে ২২১ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসে এ পর্যন্ত ৬ হাজার ৫৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, আগস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন, জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন এবং মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

Comments

The Daily Star  | English
Inner ring road development in Bangladesh

RHD to expand 2 major roads around Dhaka

The Roads and Highways Department (RHD) is going to expand two major roads around Dhaka as part of developing the long-awaited inner ring road, aiming to reduce traffic congestion in the capital.

15h ago