করোনাভাইরাস

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন পুরুষ ও আট জন নারী। আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন পুরুষ ও আট জন নারী। আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '১৪ জনের মধ্যে চার জনের বাড়ি রাজশাহীতে, একজন চাঁপাইনবাবগঞ্জ, চার জন নাটোর, তিন জন নওগাঁ, একজন কুষ্টিয়া ও একজন চুয়াডাঙ্গার বাসিন্দা। এদের মধ্যে চার জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া চার জন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর বাসিন্দা।'

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৪৫ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৮০টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৪৯টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১২৭টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  নওগাঁর চারটি নমুনা পরীক্ষা করা হয়েছে, তবে কেউ শনাক্ত হননি।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৪ দশমিক ৯৩ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ২২ দশমিক ৮৩ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩০ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩৯২ জন। বর্তমানে মোট ৪০২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

13 killed in bus-pickup collision in Faridpur

At least 13 people were killed and several others were injured in a head-on collision between a bus and a pick-up at Kanaipur area in Faridpur's Sadar upazila this morning

1h ago