রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন করোনা পজিটিভ এবং বাকি ৬ জনের উপসর্গ ছিল।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট। স্টার ফাইল ছবি/আনোয়ার আলী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন করোনা পজিটিভ এবং বাকি ৬ জনের উপসর্গ ছিল।

আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '৮ জনের মধ্যে ৩ জন রাজশাহী, ৩ জন নাটোর, ১ জন কুষ্টিয়া ও ১ জন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।'

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১২ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৭১টি নমুনা পরীক্ষা করে ৭ জনকে শনাক্ত করা হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৪ দশমিক ০৪ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৭ জন। আজ সকাল পর্যন্ত ২৪০টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ১২৮ জন।

Comments

The Daily Star  | English
Bangladeshi ship hijacked by Somalian pirates

MV Abdullah: Pirates bring in food as stock start to deplete

As food stock in the hijacked Bangladeshi ship MV Abdullah was depleting, pirates recently started bringing in food.

14h ago