রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন পুরুষ ও ছয় জন নারী।
করোনা আক্রান্ত শিশুকে নিয়ে রামেক করোনা ইউনিটের মেঝেতে এক নারী। ছবি: স্টার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন পুরুষ ও ছয় জন নারী।

আজ সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'এই ১৫ জনের মধ্যে ছয় জনের বাড়ি রাজশাহীতে, একজন নাটোর, দুই জন নওগাঁ, পাঁচ জন পাবনা ও একজন কুষ্টিয়ার বাসিন্দা। এদের মধ্যে সাত জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া সাত জনের মধ্যে চার জনের বাড়ি রাজশাহী, দুই জন পাবনা ও একজনের বাড়ি কুষ্টিয়ায়।'

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৭৫টি নমুনা পরীক্ষা করে ৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে রাজশাহীর ১৮০টি নমুনা পরীক্ষা করে ৫৬ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৯৪টি নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ৩২ দশমিক ৯৮ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৫৯ জন। এর আগে, ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪১৮ জন। বর্তমানে মোট ৩৯০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English
du admission test result

Results of DU admission tests of all units published

There was a pass rate of 8.89 percent in A unit [Science] , 10.07 percent in B unit, 13.3 percent in C unit (Business), and 11.75 percent in Cha Unit (Fine Arts)

1h ago