করোনাভাইরাস

রাজশাহীতে আজ মৃত্যু ১, করোনা সংক্রমণ বেড়ে ৪০.১৬ শতাংশ

রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে ৪০ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ছবি: সংগৃহীত

রাজশাহীতে করোনা সংক্রমণ বেড়ে ৪০ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহীর ২৮১টি নমুনা পরীক্ষা করে ৯৭ জন এবং মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪০ দশমিক ১৬ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এ সময় হাসপাতালে নতুন করে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৭ জন। এর আগে ১০৪টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪৩ জন। বর্তমানে মোট ৪৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ২৪ জনের বাড়ি রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন ও ৩ জনের বাড়ি কুষ্টিয়ায়।

রাজশাহী জেলায় ২০২০ সালের ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। সেটি ছিল রাজশাহী বিভাগের প্রথম করোনা রোগী শনাক্তের ঘটনা।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

1h ago