করোনাভাইরাস

রংপুর বিভাগে আজ মৃত্যু ১৫, শনাক্ত ২৫.২৭ শতাংশ

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একই সময়ে এক হাজার ২৯০টি নমুনা পরীক্ষা করে ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ২৭ শতাংশ।

ডা. জাকিরুল আরও বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চার জনের বাড়ি নীলফামারীতে। এ ছাড়া, রংপুরের একজন, পঞ্চগড়ের দুই জন, কুড়িগ্রামের তিন জন, ঠাকুরগাঁওয়ের তিন জন ও দুই জন দিনাজপুরের বাসিন্দা।

নতুন শনাক্ত ৩২৬ জনের মধ্যে ১০৪ জন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। এ ছাড়া, রংপুরের ৩৭ জন, পঞ্চগড়ের ৩০ জন, নীলফামারীর ৫৭, লালমনিরহাটের নয় জন, কুড়িগ্রামের ২১, দিনাজপুরের ৪৪ ও ২৪ জনের বাড়ি গাইবান্ধায়।

রংপুর বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৭৭৭টি নমুনা পরীক্ষা করে তিন হাজার ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে দুই হাজার ১২৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮২২ জন।

Comments

The Daily Star  | English

Dos and Don’ts during a heatwave

As people are struggling, the Met office issued a heatwave warning for the country for the next five days

4h ago