যুক্তরাষ্ট্র থেকে ৩ লাখ ৩৬ হাজার জনসনের টিকা পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে জনসন অ্যান্ড জনসন কোম্পানির প্রায় ৩ লাখ ৩৬ হাজার ডোজ করোনার টিকা উপহার পেয়েছে বাংলাদেশ।
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে জনসন অ্যান্ড জনসন কোম্পানির প্রায় ৩ লাখ ৩৬ হাজার ডোজ করোনার টিকা উপহার পেয়েছে বাংলাদেশ।

জনসন অ্যান্ড জনসনের জ্যানসেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি উৎপাদিত এ টিকাটি এক ডোজের টিকা।

আজ বৃহস্পতিবার দুপুরে টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 

ন্যাশনাল কোভিড-১৯ ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা কোভ্যাক্স ব্যবস্থার আওতায় এই টিকাগুলো পেয়েছি। শিগগির একই পরিমাণ টিকার আরেকটি চালান আসবে।'

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

5h ago