যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ফাইজারের ৭১ লাখ ডোজ টিকা যুক্তরাষ্ট্রের অনুদান ও মডার্নার ১৮ লাখ ডোজ টিকা নিয়মিত কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া যাবে।
ছবি: রয়টার্স

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ফাইজারের ৭১ লাখ ডোজ টিকা যুক্তরাষ্ট্রের অনুদান ও মডার্নার ১৮ লাখ ডোজ টিকা নিয়মিত কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া যাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি লিখেছেন, কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছি আমরা। টিকাগুলো চলতি বছরের শেষ ৪ মাসে পাওয়া যাবে। আশা করা যায়, এই সময়ের মধ্যে আমরা আরও টিকা পাব।

তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ফেসবুক পোস্টে।

Comments

The Daily Star  | English
Green Factories Bangladesh: a global champion

Green factories: Bangladesh is a global champion

The midday sun blazes down on SM Sourcing, the world’s highest-rated green garment factory in Gazipur’s Konabari. About 60 workers on one of the factory floors are busy making export-quality frocks as they hurriedly finish their work ahead of lunch. Despite the summer heat outside, only a few ceiling fans are switched on and the factory floor is quite cool.

15h ago