মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৪৫.৪৯ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন। একই সময়ে ৪২২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯২ জন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৫ দশমিক ৪৯ শতাংশ।
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন। একই সময়ে ৪২২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯২ জন। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪৫ দশমিক ৪৯ শতাংশ।

আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা ডেইলি স্টারকে বলেন, 'নতুন আক্রান্ত ১৯২ জনের মধ্যে মানিকগঞ্জ সদরের ৯০ জন, সিংগাইরে ৪৭ জন, শিবালয়ে ২৩ জন, ঘিওরে ১১ জন, হরিরামপুরে ১১ জন, দৌলতপুরে ছয় জন এবং সাটুরিয়ার চার জন রয়েছেন।'

তিনি আরও বলেন, 'জেলায় এ পর্যন্ত ২৯ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন চার হাজার ৫২৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৯২০ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭৫ জন।'

মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা কাজী একেএম রাসেল ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কোভিড ডেডিকেটেড হাসপাতালে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ২১৮ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই জন।'

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মানিকগঞ্জে প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গত পাঁচ দিনে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭৬ জন। গত ২৩ জুলাই আক্রান্ত হয়েছেন ৩৫ জন, ২৪ জুলাই আক্রান্ত হয়েছেন ১০৮ জন, ২৫ জুলাই আক্রান্ত হয়েছেন ১৬৯ জন, ২৬ জুলাই আক্রান্ত হয়েছেন ১৭০ জন এবং গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯২ জন।

করোনার সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ ডেইলি স্টারকে বলেন, 'সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ কারণে সবাইকে সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না।'

Comments

The Daily Star  | English

Old, unfit vehicles running amok

The bus involved in yesterday’s accident that left 14 dead in Faridpur would not have been on the road had the government not caved in to transport associations’ demand for allowing over 20 years old buses on roads.

5h ago