মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
Coronavirus.jpg
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া নয় জনের মধ্যে ছয় জনের বাড়ি ময়মনসিংহে। এ ছাড়া, দুই জন টাঙ্গাইল ও একজন গাজীপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১২ জনের মধ্যে ১০ জনই ময়মনসিংহের বাসিন্দা এবং দুই জনের বাড়ি জামালপুরে।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৫২৮ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে জেলায় মোট ১৫ হাজার ৫২ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৪৩ জন।

Comments

The Daily Star  | English

Submarine cable breakdown disrupts Bangladesh internet

It will take at least 2 to 3 days to resume the connection

50m ago