করোনাভাইরাস

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
Corona BD.jpg
প্রতীকী ছবি। সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।

আজ মঙ্গলবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে তিন জনের বাড়ি ময়মনসিংহে। এ ছাড়া, জামালপুরের একজন ও একজনের বাড়ি নেত্রকোণায়। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৪ জনের মধ্যে পাঁচ জনের বাড়ি ময়মনসিংহে, চার জন জামালপুর, দুই জন নেত্রকোণা এবং একজন করে তিন জন গাজীপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন— বলেন ডা. মহিউদ্দিন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৫৩ শতাংশ। জেলায় মোট ১৩ হাজার ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন নয় হাজার ৮৯৯ জন।

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

2h ago