‘ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট শাস্তিযোগ্য অপরাধ’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১১ তারিখ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মুভ করতে হলে ভ্যাকসিনেটেড হতে হবে।
মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১১ তারিখ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মুভ করতে হলে ভ্যাকসিনেটেড হতে হবে।

আজ মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের সভায় তিনি এ কথা বলেন। সভায় ১০ আগস্ট পর্যন্ত চলমান লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এবং আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১১ আগস্ট থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলবে বলেও জানানো হয় সভায়।

সভায় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, 'আমরা সবাইকে যখন ভ্যাকসিন দিয়ে দিব, আমরা আশা করছি মৃত্যুহার নিয়ন্ত্রণ সম্ভব হবে।'

দেশে দ্রুত ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, 'সবাইকে ভ্যাকসিনেটেড হতে হবে। ১১ তারিখ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মুভ করতে হলে ভ্যাকসিনেটেড হতে হবে।'

দেশে ১৪ হাজার কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, '১১ তারিখের পর কঠোরভাবে সেগুলো প্রয়োগ করবো। যদি তারা আইন না মানে অধ্যাদেশ জারি করে হলেও, শাস্তির ব্যবস্থা করবে সরকার।'

Comments

The Daily Star  | English

Cuet students suspend protests

Say authorities assured them of meeting their major demands

3h ago