করোনাভাইরাস

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৪.৩১ শতাংশ

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪৯ জনের নমুনা পরীক্ষায় ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণ হার ৩৪.৩১ শতাংশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৪৯ জনের নমুনা পরীক্ষায় ২৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণ হার ৩৪.৩১ শতাংশ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হুমায়ুন শাহীন খান জানান, গত এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত ছিল ৪২ জন, যে সংখ্যা এখন ৩০০ জনে দাঁড়িয়েছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ডাবল হচ্ছে। একদিন আগে আক্রান্ত ছিল ১৫০, ২৪ ঘণ্টায় তা বেড়ে দ্বিগুণ হয়েছে।

তিনি বলেন, অমিক্রনের জন্য কিছু নমুনা ঢাকায় পাঠানো হলেও এখন পর্যন্ত তার অস্তিত্ব পাওয়া যায়নি। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে সংক্রমণ পিরোজপুর জেলায়। এখানে শনাক্তের হার ৫০ শতাংশের বেশি। এরপর বরিশাল জেলায় ৩৯ শতাংশ।

তিনি আরও বলেন, 'আক্রান্তের হার বেশি হলেও হাসপাতালে চিকিৎসা গ্রহণের হার খুব কম। বরিশাল ৩০০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে ২৪ জন ও পটুয়ালী ও বরগুনায় ১ জন করে রোগী আছেন। বাকিরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখানে গত এক সপ্তাহে ১ জনের মৃত্যু হয়েছে।'

বরিশালে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন দ্বিগুণ হারে সংক্রণ হচ্ছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তারা। এক সপ্তাহ আগে মাত্র ৪২ জন করোনা শনাক্ত হলেও এই সংখ্যা এখন ৭ গুণেরও বেশি, প্রায় ৩০০।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে করোনা পজিটিভিটির হার প্রায় ৩৫ শতাংশ। সবচেয়ে বেশি সংক্রমণ পিরোজপুর জেলায়, যা ৫০ শতাংশের বেশি।

Comments

The Daily Star  | English

Faridpur bus-pickup collision: The law violations that led to 13 deaths

Thirteen people died in Faridpur this morning in a head-on collision that would not have happened if operators of the vehicles involved had followed existing laws and rules

1h ago