বরিশাল বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ৩২

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও সংক্রমণের উপসর্গ নিয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ৩২ জনের মধ্যে ১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের উপসর্গ দেখা দিয়েছিল।
Coronavirus.jpg
ছবি: সংগৃহীত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও সংক্রমণের উপসর্গ নিয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ৩২ জনের মধ্যে ১৫ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের উপসর্গ দেখা দিয়েছিল।

আজ বৃহস্পতিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষা করে ৮৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ৩১ শতাংশ। এটিও এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।

Comments