করোনাভাইরাস

বগুড়ায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৩ দশমিক ২১ শতাংশ

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ২১ শতাংশ।
ছবি: সংগৃহীত

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৩ দশমিক ২১ শতাংশ।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে করোনা শনাক্ত হয় ১৩৭ জনের।

আক্রান্তদের বগুড়া সদরের ১১২ জন, শেরপুর উপজেলার ৪ জন, গাবতলীর ২ জন, শাজাহানপুরের ১০ জন, ঘুনটের ৩ জন, সোনাতলার ৩ জন, সারিয়াকান্দির ১ জন ও শিবগঞ্জের ২ জন রয়েছেন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ২২৪ জন।

এ ছাড়াও, জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৬ জন।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

1h ago