ফরিদপুরে শনাক্তের হার ৪৪.৪৬ শতাংশ, মৃত্যু ৬

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৩৩ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৪ দশমিক ৪৬ শতাংশ। 
ছবি: সংগৃহীত

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ছয় জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৩৩ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৪ দশমিক ৪৬ শতাংশ। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে তিন জন করোনায় এবং তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এরমধ্যে পাঁচ জন ফরিদপুরের এবং একজন রাজবাড়ীর।

ফরিদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে যে ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে পিসিআর ল্যাবের মাধ্যমে ৪৩৬ জনের মধ্যে ২০৫ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ৮৮ জনের মধ্যে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, শনাক্ত ২০৫ জনের মধ্যে আলফাডাঙ্গায় পাঁচ জন, ভাঙ্গায় পাঁচ জন, বোয়ালমারীতে আট জন, নগরকান্দায় সাত জন, মধুখালীতে ২২ জন, সদরপুরে পাঁচ জন, চরভদ্রাসনে ১৮ জন, সালথায় দুই জন এবং ফরিদপুর সদরে ১৩৩ জন। 

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান বলেন, 'ফরিদপুরে এ পর্যন্ত ১৭ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।'

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, 'এই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী আছেন ৩২৩ জন। এরমধ্যে করোনা শনাক্ত রোগী ২২৭ জন।' 

Comments

The Daily Star  | English
Representational image of Bangladeshi migrant workers.

UN experts express dismay over situation of Bangladeshi migrants in Malaysia

UN experts today expressed dismay about the situation of Bangladeshi migrants in Malaysia, who had travelled there in the hope of employment after engaging in the official labour migration process

Now