
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ।
আজ বুধবার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৯২টি নমুনা পরীক্ষায় ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মহানগরে ৮২৯ এবং উপজেলায় পর্যায়ে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে মহানগরে ৭২৭ জন এবং উপজেলায় পর্যায়ে ৬১৪ জনের মৃত্যু হয়েছে।
উপজেলায় পর্যায়ে সবচেয়ে সর্বোচ্চ ৫১ জন শনাক্ত হয়েছেন হাটহাজারীতে। রাংগুনিয়ায় ২২ জন, সীতাকুন্ডে ২০ জন, মিরশ্বরাইয়ে ১৩ জন, রাউজানে ১১ জন, ফটিকছড়ি ও সাতকানিয়ায় ১০ জন করে ২০ জন ও আনোয়ারায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৭ হাজার ৪৪৬ জন। তাদের মধ্যে মহানগরে ৭৮ হাজার ২৬৭ জন এবং বিভিন্ন উপজেলায় ২৯ হাজার ১৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।
Comments