চট্টগ্রামে ১২ দিন পর ৩০ এর নিচে নামল সংক্রমণ হার

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষায় আরও ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। যা গত ১২ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণের হার। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩১.৯৭ শতাংশ। তবে, গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষায় আরও ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। যা গত ১২ দিনের মধ্যে সবচেয়ে কম সংক্রমণের হার। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩১.৯৭ শতাংশ। তবে, গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।

আজ শনিবার চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জনের কার্যালয় জানায়, চট্টগ্রামে করোনার শনাক্তের হার ১২ দিন পর ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৭৭ শতাংশে। এর আগে গত ১৮ জানুয়ারি শনাক্ত হার ছিল ২৩ দশমিক ৬৭ শতাংশ। তারপর তা বেড়ে গত ১২ দিন ধরে ৩০ শতাংশ থেকে ৩৮ শতাংশের মধ্যে ছিল।

সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগর এলাকার এবং উপজেলায় পর্যায়ে ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য মহানগরে ৫৬১ ও উপজেলাগুলোতে ২৪৮টি নমুনা পজিটিভ শনাক্ত হয়।

চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত ১ হাজার ৩৫৪ জন মারা গেছেন। এর মধ্যে মহানগরে ৭৩০ জন এবং উপজেলায় পর্যায়ে ৬২৪ জনের মৃত্যু হয়েছে।

Comments

The Daily Star  | English

Pollution claims 2.72 lakh lives in one year

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and exposure to lead caused over 2.72 lakh premature deaths in Bangladesh in 2019.

2h ago