গতকালের রেকর্ড আজ ভেঙে মৃত্যু ২৫৮ জন, শনাক্ত ১৪,৯২৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল একদিনে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ১৯ জুলাই দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল, ১১ জুলাই ২৩০ জন ও ২৫ জুলাই করোনায় ২২৮ জন মারা গিয়েছিলেন।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল একদিনে সর্বোচ্চ ২৪৭ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ১৯ জুলাই দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল, ১১ জুলাই ২৩০ জন ও ২৫ জুলাই করোনায় ২২৮ জন মারা গিয়েছিলেন।

এ নিয়ে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে ১৯ হাজার ৭৭৯ জন মারা গেছেন।

একই সময়ে ১৪ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৫২ হাজার ৪৭৮টি নমুনা পরীক্ষায় আরও ১৪ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৪৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫৮ জনের মধ্যে ১৩৮ জন পুরুষ ও ১২০ জন নারী।

এদের মধ্যে সর্বোচ্চ ৮৪ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬১ জন মারা গেছেন। সিলেট বিভাগে এ সময়ে সবচেয়ে কম সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে ১৪ জন মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ২০২ জন, বেসরকারি হাসপাতালে ৩৯ জন, বাসায় মারা গেছেন ১৫ জন ও হাসপাতালে নেওয়ার সময় মারা গেছেন দুই জন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ।

 

Comments

The Daily Star  | English

Submarine cable breakdown may disrupt Bangladesh internet

It will take at least 2 to 3 days to resume the connection

8m ago