খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় ৪৬ জনের মৃত্যু

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে এক হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতীকী ছবি। সংগৃহীত

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে এক হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৪৬ জনের মৃত্যুসহ এক হাজার ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সূত্র জানায়, ২৪ ঘণ্টায় বিভাগে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় নয় জন, যশোরে দুই জন, বাগেরহাটে দুই জন, সাতক্ষীরায় একজন, যশোরে দুই জন, নড়াইলে দুই জন, মাগুরায় দুই জন, ঝিনাইদহে দুই জন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে চার জন করে মারা গেছেন।

গত বছরের ১৯ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৬৮৩ জনের। তাদের মধ্যে মারা গেছেন দুই হাজার ২৬৩ জন। সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৯৬৩ জন।

Comments

The Daily Star  | English

Decision on Khaleda's application for treatment abroad by March 25: Anisul Huq

The government is yet to decide whether BNP Chairperson Khaleda Zia will be allowed to go abroad for treatment

2h ago