কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪.৮৩ শতাংশ, মৃত্যু ১

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩৬টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৩ শতাংশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩৬টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার করোনা ডেডিকেটেড ২৫-শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৯৫ জন।'

তিনি আরও বলেন, 'করোনায় মারা যাওয়া ব্যক্তি কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।'

বর্তমানে হাসপাতালে ৫২ জন ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন ৫১১ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ১৯৮টি নমুনা পরীক্ষায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২১ দশমিক ৭১ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯৯৫ জন এবং মারা গেছেন ৭৪৮ জন।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

7h ago