করোনাভাইরাস

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৯.৬৩ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩০১টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৩ শতাংশ।
করোনাভাইরাস
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩০১টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৩ শতাংশ।

আজ শুক্রবার করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়। একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ৬১ জন।'

আশরাফুল ইসলাম আরও বলেন, 'করোনা নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।'

বর্তমানে হাসপাতালে ৫২ জন রোগী ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন ৪৭৮ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ২৩৬টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৮৩ শতাংশ।

কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৪ জন এবং মারা গেছেন ৭৫১ জন।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

1h ago