করোনাভাইরাস
টাঙ্গাইল

করোনায় মারা গেলেন গাইনি চিকিৎসক জাকিয়া শাফী

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ শাফী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
ডা. জাকিয়া রশীদ শাফী। ছবি: সংগৃহীত

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. জাকিয়া রশীদ শাফী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডা. জাকিয়া রশীদ শাফী চারদিন আগে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু, গত শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে থাকা অবস্থায় আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানানা, ডা. জাকিয়া একজন স্বনামধন্য গাইনি সার্জন ছিলেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন ডা. জাকিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সিভিল সার্জন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তার মৃত্যুতে আমরা আরও একজন করোনা যোদ্ধাকে হারালাম।

Comments

The Daily Star  | English

'Why haven't my parents come to see me?'

9-year-old keeps asking while being treated at burn institute

1h ago