করোনার বুস্টার ডোজ দেওয়া হবে ষাটোর্ধ্বদের

৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কখন থেকে এ কর্মসূচি শুরু হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
ফাইল ছবি রয়টার্স

৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে কখন থেকে এ কর্মসূচি শুরু হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আজ মঙ্গলবার সচিবালয়ে করোনা মোকাবিলা বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা জানান।

মন্ত্রী বলেন, 'তারিখ নির্ধারণে পরবর্তীতে আমরা বসব।'

তিনি বলেন, দেশে করোনার নতুন শক্তিশালী ধরন ওমিক্রনের প্রবেশ রোধ ও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, আফ্রিকার দেশগুলো থেকে আসা ফ্লাইটের ওপর সরকার নিষেধাজ্ঞার সুপারিশ করছে এবং আফ্রিকা থেকে ভ্রমণকারীদের দেশে আসা নিরুৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, এরপরও যারা আসবেন তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। ইউরোপীয় দেশ থেকে আসা যাত্রীদের বেলায়ও এটা করা হবে। সীমান্তে নজরদারি জোরদার করা হবে।

সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান যেন সীমিত আকারে হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাছে চিঠি দেয়া হবে।

তিনি বলেন, 'আমরা "নো ভ্যাকসিন, নো সার্ভিস" পদ্ধতি চালু করতে যাচ্ছি। কারণ আমরা দেখতে পেয়েছি কিছু মানুষ টিকা নিতে অনিচ্ছুক।'

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা রোগীদের হাসপাতালে চিকিৎসার ব্যাপারে দেশে আগের চেয়ে ভালো প্রস্তুতি রয়েছে।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

38m ago