আজ শনাক্তের রেকর্ড ১৬ হাজার ২৩০, মৃত্যু ২০ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন আরও ২৩৭ জন।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছেন আরও ২৩৭ জন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২০ হাজার ১৬ জন মারা গেছেন।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত পরশু একদিনে সর্বোচ্চ ১৫ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতকাল ১৪ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গতকাল করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৫৮ জন ও পরশু ২৪৭ জনের মৃত্যু হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৫৩ হাজার ৮৭৭টি নমুনা পরীক্ষায় আরও ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০ দশমিক ১২ শতাংশ।

এর মধ্যে, ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে আট হাজার ২৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৬২৬ জন, চট্টগ্রাম বিভাগে তিন হাজার ৩০৩ জন, রাজশাহী বিভাগে ৯১৭ জন, রংপুর বিভাগে ৬৫৭ জন, খুলনা বিভাগে ৮৬৬ জন, বরিশাল বিভাগে ৮৫৪ জন, বরিশাল বিভাগে ৮৫৪ জন ও সিলেট বিভাগে ৭৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৭ জনের মধ্যে ১৪৯ জন পুরুষ ও ৮৮ জন নারী।

এদের মধ্যে সর্বোচ্চ ৭০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬২ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম সাত জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২১ জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৬ জন ও বরিশাল বিভাগে নয় জন মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬৭ জন, বেসরকারি হাসপাতালে ৫৭ জন ও বাসায় মারা গেছেন ১৩ জন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৪ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

Comments

The Daily Star  | English

Dhaka denounces US 2023 human rights report

Criticising the recently released US State Department's 2023 Human Rights Report, the foreign ministry today said it is apparent that the report mostly relies on assumptions and unsubstantiated allegations

44m ago