আজ আরও ২৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৫ হাজার ২৭১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২৩৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২০ হাজার ২৫৫ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭১ জনের।
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ২৩৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২০ হাজার ২৫৫ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭১ জনের।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গত পরশু ১৫ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

গতকাল করোনা আক্রান্ত হয়ে ২৩৭ জন মারা যান এবং গত পরশু করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ২৫৮ জনের মৃত্যু হয়।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৫২ হাজার ২৮২টি নমুনা পরীক্ষায় আরও ১৫ হাজার ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৯ জনের মধ্যে ১২৩ জন পুরুষ ও ১১৬ জন নারী।

এর মধ্যে সর্বোচ্চ ৭৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ জন মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে এ সময়ে সবচেয়ে কম নয় জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১১ জন ও বরিশাল বিভাগে ১৪ জন মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৮১ জন, বেসরকারি হাসপাতালে ৪৩ জন ও বাসায় মারা গেছেন ১৫ জন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৬৫ শতাংশ।

Comments

The Daily Star  | English

Foreign airlines’ $323m stuck in Bangladesh

The amount of foreign airlines’ money stuck in Bangladesh has increased to $323 million from $214 million in less than a year, according to the International Air Transport Association (IATA).

14h ago