৯ বছরেও আলোর মুখ দেখেনি প্রকল্প, খরচ হয়ে গেছে ৫০০ কোটি টাকা

সাভারের ধলেশ্বরী নদী বাঁচাতে ট্যানারির বর্জ্য পরিশোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল নয় বছর আগে। ইতোমধ্যে ৫০০ কোটি টাকা খরচ হয়ে গেলেও, আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি এই প্রকল্প। পরিবেশ এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ২০১৭ সালে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে সরিয়ে নেওয়া হয়েছিল, তার বদলে চার বছর পর সাভারের ধলেশ্বরী নদীর ভাগ্যেও যেন দূষণের একই পরিণাম লিখে দেওয়া হয়েছে।

সাভারের ধলেশ্বরী নদী বাঁচাতে ট্যানারির বর্জ্য পরিশোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল নয় বছর আগে। ইতোমধ্যে ৫০০ কোটি টাকা খরচ হয়ে গেলেও, আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি এই প্রকল্প। পরিবেশ এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে ২০১৭ সালে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারে সরিয়ে নেওয়া হয়েছিল, তার বদলে চার বছর পর সাভারের ধলেশ্বরী নদীর ভাগ্যেও যেন দূষণের একই পরিণাম লিখে দেওয়া হয়েছে।

ট্যানারির বর্জ্য পরিশোধন এবং জনস্বাস্থ্য নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ প্লাসে দেখুন সাভারে ট্যানারি শিল্পের বর্তমান অবস্থা।

Comments

The Daily Star  | English

Pak PM lauds Bangladesh’s economic progress

Says ‘we feel ashamed when we look towards them’

56m ago