৩৫ হাজার অভিবাসী শ্রমিক কী কারণে কর্মস্থলে ফিরতে পারছেন না?

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পর গত মে মাসে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয়। তিন মাস পর গত আগস্টে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলেও ৩০ থেকে ৩৫ হাজার অভিবাসী শ্রমিক তাদের কর্মস্থলে ফিরতে পারছেন না।

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পর গত মে মাসে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয়। তিন মাস পর গত আগস্টে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলেও ৩০ থেকে ৩৫ হাজার অভিবাসী শ্রমিক তাদের কর্মস্থলে ফিরতে পারছেন না।

সংযুক্ত আরব আমিরাতের শর্ত ছিল যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে র‌্যাপিড আরটি-পিসিআর টেস্ট করাতে হবে। প্রবাসীরা আরটি-পিসিআর ল্যাবের দাবিতে আমরণ অনশন করেন। দ্রুত ল্যাব স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশও দেন। কিন্তু বাংলাদেশের কোনো বিমানবন্দরেই এই সুবিধা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও কেন আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা গেল না? ল্যাব স্থাপনে জটিলতা কোথায়?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশের বিমানবন্দরে র‍্যাপিড আরটি-পিসিআর ল্যাব স্থাপন নিয়ে দেবজানি শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

47m ago