সৌখিন মৎস্য শিকারি থেকে সফল উদ্যোক্তা আকিবের গল্প

এক সময় ভেবেছিলেন সারাজীবন থেকে যাবেন নিউজিল্যান্ডে। কিন্তু, সেখানে নিরাপদ জীবন কাটানোর সুযোগ ছেড়ে তিনি ফিরে আসেন দেশে। সবাই যখন রাজধানীকেন্দ্রিক জীবন গড়তে চান, তখন ব্যতিক্রম এই উদ্যোক্তা।

এক সময় ভেবেছিলেন সারাজীবন থেকে যাবেন নিউজিল্যান্ডে। কিন্তু, সেখানে নিরাপদ জীবন কাটানোর সুযোগ ছেড়ে তিনি ফিরে আসেন দেশে। সবাই যখন রাজধানীকেন্দ্রিক জীবন গড়তে চান, তখন ব্যতিক্রম এই উদ্যোক্তা।

আকিব ঢাকায় থিতু হননি, সোজা চলে যান রাজশাহীতে। শখে মাছ ধরার পাশাপাশি বানিয়েছেন সফল ব্যবসা প্রতিষ্ঠান 'প্রিমিটিভ ফিশিং বাই আকিব'।

এইচ আতাউর রহমান আকিব প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছেন তথ্য ও প্রযুক্তিতে। তার ব্যবসা প্রতিষ্ঠানের 'টোপ' ও 'চার' এখন দেশের সীমানা পেরিয়ে রপ্তানি হচ্ছে ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়াসহ অনেক দেশে।

সৌখিন মৎস্য শিকারি থেকে সফল উদ্যোক্তা আকিবের গল্প নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।

Comments