ব্যাংকে কর্মীদের বেতন কমিয়ে এমডি-সিইওদের বেতন বাড়ছে কেন?

মহামারিতে অর্থনৈতিক মন্দার অজুহাতে কিছু ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমিয়েছে। কিন্তু, বেতন কমানোর এই তালিকায় এমন কিছু ব্যাংক আছে যারা মুনাফা করেছে। কর্মীদের বেতন কমিয়ে সেখানে বাড়ানো হয়েছে শীর্ষ কর্মকর্তাদের বেতন।

মহামারিতে অর্থনৈতিক মন্দার অজুহাতে কিছু ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমিয়েছে। কিন্তু, বেতন কমানোর এই তালিকায় এমন কিছু ব্যাংক আছে যারা মুনাফা করেছে। কর্মীদের বেতন কমিয়ে সেখানে বাড়ানো হয়েছে শীর্ষ কর্মকর্তাদের বেতন।

শীর্ষ কর্মকর্তাদের বিপরীতে সাধারণ কর্মীদের প্রতি এমন বৈষম্য কেন? ব্যাংকগুলো কি আসলেই বেতন কমিয়ে দেওয়ার মতো পরিস্থিতিতে আছে? এক্ষেত্রে ব্যাংকগুলো কোনো অনিয়ম করছে কি না তা কি খতিয়ে দেখা হচ্ছে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশের কিছু ব্যাংকের কর্মীদের বেতন নিয়ে অসঙ্গতির বিষয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার আহসান হাবীব।

Comments

The Daily Star  | English

Govt primary schools asked to suspend daily assemblies

The government has directed to suspend daily assemblies at all its primary schools across the country until further notice due to the ongoing heatwave

21m ago