ঢাকা দক্ষিণ সিটির স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মোট ৩টি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করে। এর মধ্যে ২টি হাসপাতাল এবং একটি মাতৃসদন। কিন্তু, অব্যবস্থাপনা ও অবহেলায় এই ৩টির অবস্থা এখন করুণ। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মোট ৩টি স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করে। এর মধ্যে ২টি হাসপাতাল এবং একটি মাতৃসদন। কিন্তু, অব্যবস্থাপনা ও অবহেলায় এই ৩টির অবস্থা এখন করুণ। 

একটু বৃষ্টি হলেই ওয়ার্ডের দেয়াল চুইয়ে পানি পড়ে, নির্মাণাধীন প্রকল্পের শব্দে শিশু প্রসবের স্থান হয়ে উঠেছে আতঙ্কের অন্য নাম। চিকিৎসক ও নার্সের চরম সংকট এবং বেড-আইসিউয়ের বেহাল দশা। এছাড়া, পুরো সার্জারি ডিপার্টমেন্ট বন্ধ আছে বহু বছর ধরে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রেগুলোর কেন এই দুরবস্থা? একদিকে সরকারি অর্থায়নের স্বাস্থ্যকেন্দ্র ও সরঞ্জাম অযথা পড়ে নষ্ট হচ্ছে। অন্যদিকে সেবা পাচ্ছে না জনগণ। এ দায় কার?

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা নিয়ে আজকের স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক দীপন নন্দী।

Comments

The Daily Star  | English

Trade at centre stage between Dhaka, Doha

Looking to diversify trade and investments in a changed geopolitical atmosphere, Qatar and Bangladesh yesterday signed 10 deals, including agreements on cooperation on ports, and manpower employment and welfare.

14m ago