ইভিএম আ. লীগের রাজনৈতিক কৌশলের আলোচনা, কিন্তু নির্বাচন কমিশনের?

২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফল করতে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করছে। কিন্তু হঠাৎ করেই সামনে আনা হলো ইভিএম বিষয়ক আলোচনা। নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে এখন কেন এই আলোচনা? নির্বাচনের আগে রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতাসীনরা কৌশলগত কারণে নানা আলোচনা সামনে আনে। আওয়ামী লীগ কৌশলগত সুবিধা বিবেচনায় হয়ত ইভিএম প্রসঙ্গে এনেছে। কিন্তু নির্বাচন কমিশন কেন সেই আলোচনায় যোগ দিচ্ছে?

২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফল করতে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করছে। কিন্তু হঠাৎ করেই সামনে আনা হলো ইভিএম বিষয়ক আলোচনা। নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে এখন কেন এই আলোচনা? নির্বাচনের আগে রাজনৈতিক দল বিশেষ করে ক্ষমতাসীনরা কৌশলগত কারণে নানা আলোচনা সামনে আনে। আওয়ামী লীগ কৌশলগত সুবিধা বিবেচনায় হয়ত ইভিএম প্রসঙ্গে এনেছে। কিন্তু নির্বাচন কমিশন কেন সেই আলোচনায় যোগ দিচ্ছে?

সুষ্ঠু নির্বাচন নির্ভর করে নির্বাচন কমিশনারদের ওপর, ইভিএম বা কোনো মেশিনের ওপর না। তবে এখন কেন ইভিএম নিয়ে আলোচনা?

স্টার ভিউজরুমে আগামী সংসদ নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মোর্তোজা।

Comments

The Daily Star  | English
NBR suspends Abdul Monem Group's import and export

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

3h ago