রাত হলে রোহিঙ্গা ক্যাম্প কেন ভয়ের রাজ্য?

সূর্যাস্তের পর রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিরাজ করে আতঙ্ক ও ত্রাসের রাজত্ব। মাদক, অস্ত্র, মানবপাচারের অভয়ারণ্য হয়ে ওঠা ক্যাম্পগুলো বাংলাদেশের জন্য যথেষ্ট হুমকির কারণ। সংঘবদ্ধ অপরাধী সংগঠনের কর্মকাণ্ড সেখানে দিন দিন বেড়েই চলেছে। বাড়ছে ছিনতাই-সন্ত্রাস-হত্যা।

সূর্যাস্তের পর রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিরাজ করে আতঙ্ক ও ত্রাসের রাজত্ব। মাদক, অস্ত্র, মানবপাচারের অভয়ারণ্য হয়ে ওঠা ক্যাম্পগুলো বাংলাদেশের জন্য যথেষ্ট হুমকির কারণ। সংঘবদ্ধ অপরাধী সংগঠনের কর্মকাণ্ড সেখানে দিন দিন বেড়েই চলেছে। বাড়ছে ছিনতাই-সন্ত্রাস-হত্যা।

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরের চিত্র আসলে কেমন? কতটা ভয়াবহ সেখানকার অপরাধ কার্যক্রম? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আল-মাসুম মোল্লা।

Comments

The Daily Star  | English

NBR suspends Abdul Monem Group's import, export

It also instructs banks to freeze the Group's bank accounts

49m ago