মাউশির কর্মচারীরাই প্রশ্ন ফাঁস করেছেন?

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে অধিদপ্তরের ২ কর্মচারীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। গত ১৩ মে অধিদপ্তরের অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির পরীক্ষা চলাকালে মোহাম্মাদ সুমন জমাদ্দারকে আটক করা হয়। তার কাছে পাওয়া প্রবেশপত্রে প্রশ্নের উত্তর লেখা ছিল। এরপর জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে অধিদপ্তরের কর্মচারীসহ প্রশ্ন ফাঁসে জড়িত একটি চক্রের তথ্য।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের সঙ্গে অধিদপ্তরের ২ কর্মচারীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। গত ১৩ মে অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরির পরীক্ষা চলাকালে মোহাম্মাদ সুমন জমাদ্দার নামের একজনকে আটক করা হয়। তার কাছে পাওয়া প্রবেশপত্রে প্রশ্নের উত্তর লেখা ছিল। তাকে জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে প্রশ্ন ফাঁসে জড়িত একটি চক্রের তথ্য।

চক্রটি কীভাবে প্রশ্ন ফাঁস করত? কারা কারা এর সঙ্গে জড়িত?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জামিল খান।

Comments

The Daily Star  | English
Civil society in Bangladesh

Our civil society needs to do more to challenge power structures

Over the last year, human rights defenders, demonstrators, and dissenters have been met with harassment, physical aggression, detainment, and maltreatment by the authorities.

8h ago