বিদেশফেরত কর্মীদের সহায়তা নিশ্চিতে কী করা যায়?

করোনাকালে বাংলাদেশ যেখানে রেমিট্যান্সে রেকর্ড গড়েছে, সেখানে দেশে ফেরত আসা প্রায় পাঁচ লাখ প্রবাসী কর্মীর অনেকের আয়-রোজগারের কোনো ব্যবস্থা নেই। এই প্রেক্ষাপটে শ্রমিকদের সাহায্য করতে ৪২৭ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার।

করোনাকালে বাংলাদেশ যেখানে রেমিট্যান্সে রেকর্ড গড়েছে, সেখানে দেশে ফেরত আসা প্রায় পাঁচ লাখ প্রবাসী কর্মীর অনেকের আয়-রোজগারের কোনো ব্যবস্থা নেই। এই প্রেক্ষাপটে শ্রমিকদের সাহায্য করতে ৪২৭ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে সরকার।

প্রকল্পের নির্ধারিত টাকা কি তাদের অর্থ সহায়তায় যাবে? সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ কি দেখা যেতে পারে এসব বিদেশফেরত কর্মীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে?

স্টার কানেক্টসে প্রবাসী শ্রমিকদের সাহায্যের পরিকল্পনা নিয়ে দ্য ডেইলি স্টারের কূটনীতিক প্রতিবেদক পরিমল পালমা কথা বলেছেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসানের সঙ্গে।

Comments

The Daily Star  | English

Fire breaks out in launch at Sadarghat

A fire broke out at a launch in Sadarghat this afternoon

Now