চট্টগ্রামের পারকি সৈকতে আটকে থাকা জাহাজ ক্রিস্টাল গোল্ড ভাঙার কাজ শুরু হয়েছে। প্রায় ৪ বছর সমুদ্র সৈকতে আটকে থাকা জাহাজটি ভেঙে সেই টুকরো সরানো হচ্ছে ট্রাকে করে।
জাহাজটি চার বছর ধরে আটকে থাকায় আশপাশের পরিবেশ দূষিত হয়েছে। কর্তৃপক্ষ অবশেষে জাহাজটিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই চার বছর অপেক্ষার ফলে পরিবেশগত যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
ক্রিস্টাল গোল্ড জাহাজটির বর্তমান অবস্থা নিয়ে থাকছে আজকের স্টার নিউজ+
Comments