তারা সবাই নাইজেরিয়ার নাগরিক। বিভিন্ন কাজের অজুহাতে ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে প্রথমেই তারা পাসপোর্ট ফেলে দেন। এরপর পরিচয় বদলে থেকে যান বাংলাদেশে। এ দেশে তাদের মূল কাজ হলো বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া। তাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশিরাও। অনেকদিন ধরেই তারা এ প্রতারণা চালিয়ে আসছেন। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন চক্রের ১১ সদস্য।
কীভাবে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নেয় এ চক্র? কোন কোন ধরনের অপরাধে যুক্ত তারা? আর তাদের এ দেশীয় সহযোগীই বা কারা? জানব আজকের স্টার ক্রাইম ফাইলসে।
Comments