দেশীয় বোরো ধান দিয়ে কি খাদ্য সংকট এড়ানো সম্ভব?

কৃষক বোরো ধান ঘরে তুলছে। একদিকে বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় দুটি উৎস রাশিয়া ও ইউক্রেনে চলছে অস্থিরতা। অন্যদিকে সম্প্রতি গম রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত।

কৃষক বোরো ধান ঘরে তুলছে। একদিকে বাংলাদেশের গম আমদানির সবচেয়ে বড় দুটি উৎস রাশিয়া ও ইউক্রেনে চলছে অস্থিরতা। অন্যদিকে সম্প্রতি গম রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত।
 
তবে কি বাংলাদেশ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে? এ বছরের বোরো উৎপাদন দিয়ে কি খাদ্য সংকট এড়ানো যাবে? চালের দাম কি আরও বাড়তে পারে? 

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশের খাদ্যশস্যের মজুদ এবং খাদ্য নিরাপত্তা নিয়ে আজ দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।

Comments