ডেঙ্গু প্রকোপ: আরেক বিপর্যয়ের মুখে বাংলাদেশ

করোনাভাইরাসের এই অস্বাভাবিক সময়েও বাংলাদেশে, বিশেষ করে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ এখন আর অবহেলা করার মতো অবস্থায় নেই। গতকাল দেশে আরও ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর দেশে মোট ডেঙ্গু শনাক্ত হলো এক হাজার ৯৫৪ জনের। আরও ভয়াবহ বিষয় হচ্ছে— এবার ডেঙ্গুর সংক্রমণ বেশি হচ্ছে শিশুদের মধ্যে।

 

করোনাভাইরাসের এই অস্বাভাবিক সময়েও বাংলাদেশে, বিশেষ করে রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ এখন আর অবহেলা করার মতো অবস্থায় নেই। গতকাল দেশে আরও ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর দেশে মোট ডেঙ্গু শনাক্ত হলো এক হাজার ৯৫৪ জনের। আরও ভয়াবহ বিষয় হচ্ছে— এবার ডেঙ্গুর সংক্রমণ বেশি হচ্ছে শিশুদের মধ্যে।

কোভিড-১৯ মহামারি চলাকালীন ডেঙ্গু কি তাহলে আরেকটি স্বাস্থ্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে? ডেঙ্গুর এবারের আগ্রাসন আসলে কতটা ভয়াবহ? এ সমস্যা নিরসনে যা করণীয়, তার কতটুকুই বা করা হচ্ছে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশে ডেঙ্গুর আশঙ্কাজনক পরিস্থিতি নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদন হেলিমুল আলম।

Comments

The Daily Star  | English
wage workers cost-of-living crisis

The cost-of-living crisis prolongs for wage workers

The cost-of-living crisis in Bangladesh appears to have caused more trouble for daily workers as their wage growth has been lower than the inflation rate for more than two years.

2h ago