ডলারের বিপরীতে টাকার মান আরও কমানো উচিত?

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমার হার গত এক বছরের হিসেবে ৩ দশমিক ১৮ শতাংশ। এই মান ভারতে ৬ দশমিক ৫৮ শতাংশ, পাকিস্তানে ৩০ দশমিক ৬৮ শতাংশ, শ্রীলঙ্কায় ৭৯ দশমিক ৮২ শতাংশ। শুধু মালদ্বীপের টাকার মান কমার হার বাংলাদেশ থেকে কিছুটা কম।

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমার হার গত এক বছরের হিসেবে ৩ দশমিক ১৮ শতাংশ। এই মান ভারতে ৬ দশমিক ৫৮ শতাংশ, পাকিস্তানে ৩০ দশমিক ৬৮ শতাংশ, শ্রীলঙ্কায় ৭৯ দশমিক ৮২ শতাংশ। শুধু মালদ্বীপের টাকার মান কমার হার বাংলাদেশ থেকে কিছুটা কম।

এ তথ্য থেকে মনে হতে পারে মালদ্বীপ ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি সব দেশের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো। কিন্তু আসলেই কি তাই? নাকি কৃত্রিমভাবে এই হার কমিয়ে রাখা হচ্ছে? যদি তাই হয় তাহলে কৃত্রিম এই নিয়ন্ত্রণের ফলে কী হতে পারে?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বাংলাদেশি টাকার মানের পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে আহসান হাবীবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার এ কে এম জামির উদ্দিন।

Comments

The Daily Star  | English
Heat wave Bangladesh

Jashore sizzles at 42.6 degree Celsius

Overtakes Chuadanga to record season’s highest temperature in the country

11m ago