স্টার মাল্টিমিডিয়া

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারাম উৎসব

পায়ে আলতা, খোঁপায় বাহারি ফুল, শাড়ি আর ঢোল মাদলের তালে তালে রিমঝিম নাচ। সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গানে মুখরিত চারপাশ। ধান রোপণের পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের অফুরন্ত অবসর। বহুকাল ধরে সেই ভাদ্র মাসে আসে কারাম উৎসব। এটি মূলত বৃক্ষ পূজার উৎসব।

পায়ে আলতা, খোঁপায় বাহারি ফুল, শাড়ি আর ঢোল মাদলের তালে তালে রিমঝিম নাচ। সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গানে মুখরিত চারপাশ। ধান রোপণের পর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের অফুরন্ত অবসর। বহুকাল ধরে সেই ভাদ্র মাসে আসে কারাম উৎসব। এটি মূলত বৃক্ষ পূজার উৎসব।

এ বছর নওগাঁ জেলার মহাদেবপুর ডাক বাংলো মাঠে কারাম উৎসবে মেতেছিল সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মুন্ডা, ওরাও, বেদিয়া, সাঁওতাল, খারিয়াসহ বিভিন্ন জাতিসত্তার ২০টি সাংস্কৃতিক দল।

কারাম উৎসবের নানা প্রথা, ধর্মীয় আচার ও এর উদযাপন নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

'Why haven't my parents come to see me?'

9-year-old keeps asking while being treated at burn institute

1h ago