আশ্রয়ণ প্রকল্প: মহৎ উদ্দেশ্য যখন প্রহসন

বৃষ্টিতেই ভেঙে পড়লো ভূমিহীন মানুষের জন্য তৈরি সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর! আবার এমন অনেক জায়গায় বাড়ি নির্মাণ করা হয়েছে যে জায়গাগুলো বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় হাঁটু পানিতে।

বৃষ্টিতেই ভেঙে পড়লো ভূমিহীন মানুষের জন্য তৈরি সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর! আবার এমন অনেক জায়গায় বাড়ি নির্মাণ করা হয়েছে যে জায়গাগুলো বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় হাঁটু পানিতে।

সরকার ভূমিহীন দরিদ্র এক লাখ ২২ হাজার ৯০৪ পরিবারকে বিনামূল্যে জমিসহ বাড়ি উপহার দিয়েছিল। অন্তত ১০টি জেলায় প্রকল্পের বাড়িগুলো বর্ষায় ভেঙে পড়েছে।

এই বাড়িগুলোর বেশিরভাগই এখন বসবাসের অনুপযোগী। বাড়ি বরাদ্দ পাওয়া মানুষগুলোর অনেকেই এখনও ভেঙে পড়া ঘরগুলোতে জীবন শঙ্কা নিয়ে বসবাস করছেন।

আশ্রয়ণ প্রকল্পে নির্মাণ কাজে চরম গাফিলতি এবং বাড়ি নির্মাণে প্রশাসনের ব্যর্থতা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন।

আজ স্টার নিউজ প্লাসে থাকছে প্রতিবেদনটির খুঁটিনাটি।

Comments

The Daily Star  | English

Sajek accident: Death toll rises to 9

The death toll in the truck accident in Rangamati's Sajek increased to nine tonight

4h ago